হত্যা মামলায় শিবগঞ্জের একজনের যাবজ্জীবন

134

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মমিনুল ইসলাম হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন সশ্রম কারাদ-, ১০ হাজার টাকা অর্থদ- অনাদায়ে আরো ৬ মাসের বিনাশ্রম কারাদ-ের আদেশ দিয়েছেন আদালত। সোমবার দুুপুরে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. রবিউল ইসলাম এ রায় ঘোষণা করেন। আসামির অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করা হয়।
দ-িত আসামি- জেলার শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের পারকালুপুর গ্রামের আবদুর রহমানের ছেলে সুফিয়ান।
অতিরিক্ত পিপি আঞ্জুমান আরা জানান, ২০১৩ সালের ২০ জুলাই নিজ বসতবাড়ির নিকট টয়লেট নির্মাণের সময় বড়ভাই সুফিয়ানের সাথে বাকবিত-ার একপর্যায়ে সুফিয়ানের হাঁসুয়ার আঘাতে নিহত হন মোমিনুল। এ ঘটনায় ওইদিনই শিবগঞ্জ থানায় সুফিয়ানকে আসামি করে মামলা করেন নিহত মোমিনুলের স্ত্রী সীমা বেগম। মামলার তদন্ত কর্মকর্তা ও শিবগঞ্জ থানার তৎকালীন উপপরিদর্শক বানী ইসরাইল ওই বছরের ৩০ সেপ্টেম্বর সুফিয়ানকে একমাত্র অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। সাক্ষ্য-প্রমাণাদি শেষে সোমবার দুুপুরে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. রবিউল ইসলাম সুফিয়ানকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদ-, ১০ হাজার টাকা অর্থদ- অনাদায়ে আরো ৬ মাসের বিনাশ্রম কারাদ-ের আদেশ প্রদান করেন।