হঠাৎ বন্যায় ইরানে ২৩ জনের মৃত্যু

204

ইরানের দক্ষিণ এবং পশ্চিমাঞ্চলের কিছু অংশে হঠাৎ বন্যায় কমপক্ষে ২৩ জনের মৃত্যু হয়েছে। বন্যা ও দুর্যোগের কারণে সৃষ্ট বিভিন্ন দুর্ঘটনায় দুই শতাধিক মানুষ আহত হয়েছে। মূলত ভারী বৃষ্টিপাতের কারণেই আকস্মিক বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। বন্যাকবলিত এলাকায় ত্রাণ তৎপরতা ছাড়াও উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। দেশটির আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী কয়েক দিনের বৃষ্টিতে রাজধানী তেহরানসহ দেশের আরও ১২টি প্রদেশে বন্যা হতে পারে। দেশটির বাসিন্দাসহ পর্যটকদের সতর্ক থাকতে বলা হয়েছে।