হজ-ওমরাহর ক্ষেত্রে বিমানের টিকেট সিন্ডিকেট থাকবে না

ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন বলেছেন, হজ ও ওমরাহর ক্ষেত্রে বিমানের টিকেট সিন্ডিকেট আর থাকবে না। সিন্ডিকেট করে গ্রুপ টিকেট বুকিং করে অতিরিক্ত দামে বিক্রির সুযোগ আর থাকবে না। এখন থেকে টিকেট বুক করতে সংশ্লিষ্ট যাত্রীর পাসপোর্ট নম্বর দিয়ে বুকিং করতে হবে। আজ কক্সবাজারে জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ধর্ম উপদেষ্টা বলেন, তিন দিনের মধ্যে বিমানের টিকেট ইস্যু না হলে এটি স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। গ্রুপ টিকেট বুকিং করে দ্বিগুণ বা তিনগুণ দাম বাড়িয়ে দেয়ার সুযোগ আর থাকবে না। এ বিষয়ে একটি নতুন নীতিমালা তৈরি করা হয়েছে।