Site icon রেডিও মহানন্দা ৯৮.৮ এফএম

হজযাত্রী নিবন্ধনের সময় বাড়লো

সরকারি বেসরকারি ব্যবস্থাপনায় হজ গমনেচ্ছুক ব্যক্তিদের সুবিধার্থে হজ নিবন্ধনে সময় ১৬ এপ্রিল পর্যন্ত বাড়িয়েছে সরকার। আজ ধর্ম মন্ত্রণালয় এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে। এ নিয়ে তৃতীয়বারের মতো নিবন্ধনের সময় বাড়ানো হয়েছে। এ পর্যন্ত ৪০ হাজারের বেশি হজযাত্রী চূড়ান্ত নিবন্ধন করেছেন। আরো ৪০ হাজার নিবন্ধনের অপেক্ষায় আছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২০ সালে হজ পালনে ইচ্ছুক নিবন্ধনের জন্য পাসপোর্ট জমা দেওয়া অনেকেই সরকারি ছুটির কারণে ব্যাংক থেকে নিবন্ধন ভাউচার গ্রহণ করতে পারেননি। ইতিমধ্যে নিবন্ধন ভাইচার গ্রহণকারী অনেকেই টাকা জমা দিতে না পারায় নিবন্ধন করতে পারেননি। এ অবস্থায় ২০২০ সালে সরকারি বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালনে ইচ্ছুক ব্যক্তিদের নিবন্ধনের সুবিধার্থে হজযাত্রী নিবন্ধনের সময়সীমা আগামী ১৬ এপ্রিল পর্যন্ত বর্ধিত করা হলো।

Exit mobile version