Site icon রেডিও মহানন্দা ৯৮.৮ এফএম

হজযাত্রার ১৯তম দিনে যাত্রী নিয়ে ঢাকা ছেড়েছে ছয়টি ফ্লাইট

হজযাত্রার ১৯তম দিনে সকাল থেকে বাংলাদেশ বিমানের দুটি ও সৌদি এয়ারলাইন্সের ৪টি ফ্লাইট ঢাকা ছেড়ে গেছে। তবে ভিসা জটিলতার কারণে যাত্রী না থাকার কারণে শুক্রবার দুপুর দেড়টার একটি ফ্লাইট বাতিল করেছে বাংলাদেশ বিমান। এদিকে সকাল ৯টা ১৫ মিনিটের বিমান বাংলাদেশের ফ্লাইট সময়মত না ছাড়ায় কিছুটা বিপাকে পড়েন হজযাত্রীরা। নির্ধারিত সময়ের দেড় ঘন্টা পর ফ্লাইটটি ২শ’ ৫৪ হজযাত্রী নিয়ে যাত্রা শুরু করে। এদিকে, যেসব হজ এজেন্সি হজ যাত্রীদের ভিসা নিয়ে প্রতারণা করেছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান। শুক্রবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে টেকসই উন্নয়নে আলেম ওলামাদের ভূমিকা বিষয়ে এক সেমিনারে তিনি আরো বলেন, এখন পর্যন্ত ৯৯ হাজার ৪শ’ ৪৫ জন হজ যাত্রীর ভিসার অনুমোদন হয়েছে। বাকিদের ভিসারও খুব শিগগিরিই অনুমোদন হবে বলেও জানান তিনি।

Exit mobile version