হকি নিয়ে ক্লাসে ঢুকতেন শাহরুখ

461

বলিউড কিং শাহরুখ খান। দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে ঘরে তুলেছেন অসংখ্য পুরস্কার। ভালো ছাত্র হিসেবেও তার রয়েছে সুনাম। অবশ্য লেখাপড়ার পাশাপাশি খেলাধুলাতেও তিনি বেশ দক্ষ ছিলেন। তাই বই-পত্রের পাশাপাশি খেলাধুলার সরঞ্জামও সঙ্গে নিয়ে ঘুরতেন তিনি। গতকাল ভারতে পালিত হয় শিক্ষক দিবস। এদিন মাইক্রোব্লগিং সাইট টুইটারে একটি ভিডিও পোস্ট করেন শাহরুখ। এতে ছাত্র শাহরুখকে নিয়ে স্মৃতিচারণ করেন এ অভিনেতার এক শিক্ষিকা। তিনি বলেন, “শাহরুখ ১৯৮৬-৮৯ সাল পর্যন্ত ইকোনোমিকস বিষয়ে স্নাতকের ছাত্র ছিল। আমি তাকে পরিসংখ্যান পড়াতাম। আমার এখনো মনে আছে, সে দেরি করে আসত এবং একটি ব্যাকপ্যাক ও তার হকি স্টিক নিয়ে ক্লাসে ঢুকত। কিন্তু সে খুবই ভালো ছাত্র ছিল। সে হংসরাজ কলেজে সর্বোচ্চ ফলাফল অর্জন করেছিল। স্নাতক পাস করার পর সে ‘ফৌজি’ তে কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের সুযোগ পায়। সেখান থেকে সে অনেক কিছু অর্জন করেছে। আমরা সত্যিই তার জন্য গর্বিত। শিক্ষক দিবসে তার জীবনের সবকিছুর জন্য মঙ্গল কামনা করছি।”শাহরুখ খান অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা জব হ্যারি মেট সেজাল। সিনেমাটিতে তার বিপরীতে অভিনয় করেন আনুশকা শর্মা। তবে বক্স অফিসে খুব একটা সাড়া ফেলতে পারেননি সিনেমাটি। বর্তমানে আনন্দ এল রাই পরিচালিত একটি সিনেমার শুটিং করছেন শাহরুখ। নাম ঠিক না সিনেমাটিতে আরো অভিনয় করছেন আনুশকা শর্মা ও ক্যাটরিনা কাইফ। এতে বামন চরিত্রে দেখা যাবে শাহরুখকে।