চীনে বাহরাইনকে হারিয়ে টানা চতুর্থ জয় বাংলাদেশের

চীনে জয়রথ ছুটছে বাংলাদেশের যুবাদের। এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপের বাছাইপর্বে আজ টানা চতুর্থ জয় পেয়েছে। বাহরাইনকে ২-১ গোলে হারিয়ে এশিয়ান কাপের মূলপর্বে খেলার সম্ভাবনা আরো জোরালো করেছে বাংলাদেশের যুবারা। দলের হয়ে গোল দুটি করেছেন বায়েজিদ বোস্তামি ও মোহাম্মদ মানিক। চীনের ইয়ংচুয়ান স্পোর্টস সেন্টারের আজকের জয়ে ‘এ’ গ্রুপে বাংলাদেশের পয়েন্ট ১২। এখন পর্যন্ত গ্রুপ পর্বের শীর্ষে থাকলেও আজ শ্রীলঙ্কাকে হারাতে পারলে চীনের পয়েন্টও হবে সমান ১২। এতে করে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচ হবে বাঁচা-মরার লড়াই। সেদিন যে-ই জিতবে তারাই ২০২৬ সালের মে মাসে সৌদি আরবে হতে যাওয়া এশিয়ান কাপের মূলপর্বে খেলার সুযোগ পাবে। শ্রীলঙ্কা যদি চীনকে হারিয়ে দিতে পারে তাহলে বাংলাদেশের জন্য সহজ হবে। শেষ ম্যাচে চীনের সঙ্গে ড্র করলেই চলবে।