সড়ক পরিবহন আইন ২০১৭ বাতিলের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন

618

বাংলাদেশ সড়ক পরিবহন আইন ২০১৭ বাতিলের দাবিতে চাঁপইনবাবগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জেলা ট্রাক ও মোটর মালিক-শ্রমিকরা। আজ সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জেলা ট্রাক, ট্যাংকলরী, কার্ভার্ডভ্যান ও পিকআপ মালিক-শ্রমিক ঐক্য পরিষদ এই কর্মসূচির আয়োজন করে। প্রায় ঘণ্টাব্যাপি মানববন্ধনে বক্তব্য দেন, জেলা ট্রাক মালিক গ্রুপের সভাপতি আমিনুল ইসলাম সেন্টু, জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি লুৎফর রহমান ফিরোজ, জেলা ট্রাক, ট্যাংকলরী ও কার্ভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল খালেকসহ অন্যান্যরা। বক্তারা সড়ক পরিবহন আইন ২০১৭ কে ট্রাক ও মোটরযানের মালিক শ্রমিকের স্বার্থ বিরোধী উল্লেখ করে তা বাতিলের দাবি জানান। এ ছাড়াও বিভিন্ন স্থানে স্থাপিত ওজন স্কেলের নামে চাঁদাবাজী ও হয়রানি বন্ধ করা, নতুন লাইসেন্স সহজশর্তে প্রদান, সড়ক ও মহাসড়কে অবৈধ যান চলাচল বন্ধ করার দাবিও জানান মালিক-শ্রমিক নেতৃবৃন্দ।