স্বাস্থ্য খাতে সেবার মানোন্নয়নে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের সাথে সনাকের মতবিনিময়

401

চাঁপাইনবাবগঞ্জে ‘স্বাস্থ্য সেবার মানোনয়নে চাই সকলের সম্মিলিত প্রচেষ্টা’ এই শ্লোগানকে সামনে রেখে জেলার বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্স এর সেবার মানোন্নয়ন, স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে স্বাস্থ্য বিভাগের সহযোগিতায় সচেতন নাগরিক কমিটি সনাক চাঁপাইনবাবগঞ্জের উদ্যোগে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আবাসিক মেডিকেল অফিসারগণের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সিভিল সার্জনের সম্মেলন কক্ষে সনাক সভাপতি সাইফুল ইসলাম রেজার সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে সিভিল সার্জন ডা. এসএফএম খায়রুল আতাতুর্ক বলেন চাঁপাইনবাবগঞ্জ জেলার স্বাস্থ্য খাতে সেবার মানোন্নয়ন, স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে সকল ধরনের পদক্ষেপ গ্রহণ করা হবে। স্বাগত বক্তব্য দেন সনাক সদস্য সেলিনা বেগম। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, ডা. এম এ মাতিন, গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা,ডা. সাইফুর রহমান খান, শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শফিকুল ইসলাম, ডা. আব্দুল হামিদ, ডা. তাহমিদুল ইসলাম, ডা. জিনাত আরা হক। সভায় সনাকের কার্যক্রম এবং চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ইতিবাচক পরিবর্তন ও ফলাফল সম্পর্কিত পাওয়ার পয়েন্ট উপস্থাপনা করেন সনাক সহ-সভাপতি গোলাম ফারুক মিথুন।