স্বাস্থ্যসেবায় রাজশাহী হবে মাইলফলক

298

রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন বলেছেন, রাজশাহীতে স্বাস্থ্যসেবা কার্যক্রম আরো জোরদার করা হবে। স্বাস্থ্যসেবায় রাজশাহীকে দক্ষিণ এশিয়ার মধ্যে মাইলফলক হিসেবে প্রতিষ্ঠিত করা হবে। আজ সকালে নগর ভবনে ইলেকট্রনিক ইমুনাইজেশন রেজিস্ট্রেশন বিষয়ক অ্যাডভোকেসি সভায় তিনি এ কথা বলেন। প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, ‘রাসিকের সকল বিভাগের মধ্যে সেবা প্রদানে এক নম্বর হচ্ছে স্বাস্থ্য বিভাগ। টিকা কার্যক্রমের রাসিকের সাফল্য প্রায় শতভাগ। টিকাপ্রদানে যারা দায়িত্ব পালন করেন তাদের বিভিন্ন প্রশিক্ষণ দেওয়া হয়েছে। আর মাঠ পর্যায়ের স্বাস্থ্যকর্মীদের কাজের গতি বৃদ্ধিতে ট্যাব প্রদান করা হলো। আর টিকাদান কার্যক্রমে সারা দেশের মধ্যে নয়বার প্রথম স্থান অর্জন করেছে রাসিক।