স্বাস্থ্যসেবায় আরো ১১ কোটি ডলার দেবে এডিবি

394
বাংলাদেশের শহরাঞ্চল  স্স্থ্যসেবার মান বাড়াতে আরো ১১ কোটি মার্কিন ডলার ঋণসুবিধার অনুমোদন দিয়েছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি)। আজ সংস্থাটির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ফিলিপাইনভিত্তিক এ ব্যাংকটির সামাজিক খাত বিশেষজ্ঞ ব্রিয়ান চিন বলেন, শহুরে মানুষদের প্রাথমিক সেবার জন্য বাংলাদেশ সরকার পরিচালিত ২০১২ সালের প্রকল্পটিতে এডিবি ঋণ অনুমোদন দিয়ে যাচ্ছে। এতে প্রাথমিক স্স্থ্যসেবার মান, বিশেষ করে দরিদ্র জনগোষ্ঠীর গুণগত সেবা নিশ্চিত হচ্ছে। সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি আরো বলেন, নতুন এ অর্থায়ন ২০১২ সালের প্রকল্পসহ আরো দুটি প্রকল্প বাস্তবায়নে সহায়তা করবে। এর আগে ১৯৯৮ থেকে ২০০৫ সাল পর্যন্ত প্রথম ধাপে দেশের চার শহরে স্স্থ্যসেবার সহায়তায় ৪ কোটি মার্কিন ডলার ঋণ এবং ৪৫ লাখ ডলার সহ-অর্থায়ন সহায়তা দেয় এডিবি। দ্বিতীয় ধাপে ২০০৫ সাল থেকে ২০১২ সালে ছয় শহর ও পাঁচ পৌরসভায় ৩ কোটি ডলার ঋণ, ৩ কোটি ডলার সহ-অর্থায়ন এবং ১ কোটি ডলার অনুদান দেয় সংস্থাটি।