স্বর্ণ দিয়ে ছবি আঁকেন, ১ কোটি থেকে দাম শুরু চিত্রকর্মের

382

শিল্পী হিসেবে ব্যতিক্রমী কৃষ্ণ কানহাইয়া। সোনার জলে, সোনা রঙে ছবি আঁকেন তিনি। কাজের স্বীকৃতি স্বরূপ ২০০৪ সালে পদ্মশ্রী পেয়েছেন। তার ছবির আঁকার মূল মাধ্যম সোনা। কৃষ্ণ কানহাইয়ার বাড়ি ভারতের উত্তর প্রদেশের মথুরায়। চিত্রকর হিসেবে তার বিশেষত্বের জায়গা হল পোট্রেট। রিয়ালিস্টিক থেকে কনটেম্পোরারি হয়ে রাধাকৃষ্ণ- সব কিছুতেই চোখ ধাঁধানো উপস্থিতি। তাকে বলা হয়, ‘কানহাই আর্ট’-এর মাস্টার। ছবি আঁকার এটি একটি প্রথাগত পদ্ধতি। সোনার পাতার সঙ্গে রত্নখচিত। তার আঁকা কৃষ্ণ বা তিরুপতি বালাজি সংগ্রহ করতে হলে, ন্যূনতম এক কোটি টাকাই খরচ করতে হবে। এর পর কারুকাজ যত বেড়েছে, শিল্প যত সূক্ষ্মতর হয়েছে, ততটাই বেড়েছে দাম।