চেহারার কালো ভাব দূর হবে স্পেশাল মাস্ক ব্যবহারে

63

আমাদের অনেকেরই মুখে কালো ভাব চলে আসে। এটা হতে পারে রান্নার তাপে কিংবা সূর্যের তাপ থেকে। আবার অনেক সময় দেখা যায়, মুখের কিছু অংশ একটু বেশি কালো ভাব দেখা যাচ্ছে। আমরা কিন্তু চাইলেই ঘরে বসে অল্প কিছু উপকরণ দিয়ে একটি ফেসিয়াল মাস্ক তৈরি করে নিতে পারি। মাস্কটি সপ্তাহে অন্তত দুইদিন ব্যবহার করলেই চেহারায় থাকা কালো ভাব কমতে শুরু করবে।

উপকরণ : অ্যালোভেরা জেল ২ টেবিল চামচ । হলুদ গুঁড়া ১/২ চা চামচ । মধু ১ চা চামচ ।

ব্যবহারের নিয়ম : অ্যালোভেরা, হলুদ গুঁড়া ও মধু একটি বাটিতে নিয়ে ভালোভাবে মিশিয়ে ২০ মিনিটের জন্য সেট হতে রেখে দিতে হবে। এরপর মুখে মেখে ১৫ মিনিট অপেক্ষা করুন। এরপর শুকিয়ে যাওয়ার পর নরমাল পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। মুখ ধুয়ে অবশ্যই ময়েশ্চারাইজার ব্যবহার করতে হবে।