স্পেনে একদিনে আরো ৮২১ জনের মৃত্যু

228
করোনাভারাসের মহামারিতে মৃত্যুপুরী হয়ে উঠেছে স্পেন। দেশটিতে প্রতিদিনই ভয়াবহ আকারে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। গেল ২৪ ঘণ্টায় সেখানে মারা গেছেন ৮২১ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ৮০৩ জন।

ওয়ার্ল্ডোমিটারসের তথ্য অনুযায়ী, রোববার পর্যন্ত স্পেনে নতুন রোগী শনাক্ত হয়েছেন ৭ হাজার ৫১৬ জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭৩ হাজার ২৩৫ জন।

এছাড়া এ পর্যন্ত ১৪ হাজার ৭০৯ জন কোভিড-১৯ রোগী চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন। এখনো চিকিৎসাধীন ৫৮ হাজারের বেশি মানুষ। এদের মধ্যে ৪ হাজার ১৬৫ জনের অবস্থা সঙ্কটাপন্ন।

অপরদিকে ইতালিতে মৃত্যুর মিছিল  থামছেই না। দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৭৫৬ জন প্রাণ হারিয়েছেন। এ নিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১০ হাজার ৭৭৯ জনে।

বিশ্বব‌্যাপী করোনাভাইরাসের ছোবলে বিশ্বব‌্যাপী প্রাণ হারিয়েছেন ৩৩ হাজার ৯৭৬ জন। এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৭ লাখ ২২ হাজার ৮৮ জন। আর সুস্থ হয়েছেন ১ লাখ ৫১ হাজার ৭৬৬ জন।