স্পেনের ট্রেন দুর্ঘটনায় নিহত ৪০, ৩ দিনের শোক 

স্পেনের আন্দালুসিয়া অঞ্চলের আদামুজে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০ জনে। আহত হয়েছেন ১২০-এর বেশি যাত্রী। এ জন্য দেশজুড়ে আজ থেকে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। গত রবিবার রাতে মালাগা থেকে মাদ্রিদগামী ‘ইরিও’ কম্পানির একটি হাইস্পিড ট্রেন লাইনচ্যুত হয়ে বিপরীত দিক থেকে আসা রেনফে ট্রেনের সঙ্গে সংঘর্ষে পড়ে। দুর্ঘটনাস্থল পরিদর্শনকালে প্রধানমন্ত্রী সানচেজ সাংবাদিকদের বলেন, আজ পুরো স্পেনের জন্য শোকের দিন। আন্দালুসিয়ার আঞ্চলিক সরকারের প্রধান হুয়ান ম্যানুয়েল মোরেনো জানিয়েছেন, উদ্ধারকাজ চলায় প্রকৃত মৃত্যুসংখ্যা নিশ্চিত করতে আরো ২৪-৪৮ ঘণ্টা সময় লাগতে পারে। দুর্ঘটনাস্থলে ভারী যন্ত্রপাতি নিয়ে ক্ষতিগ্রস্ত বগি সরানোর কাজ চলছে।