স্নেক আইল্যান্ড থেকে সেনা তুলে নিলো রাশিয়া

146

স্নেক আইল্যান্ড থেকে সেনা প্রত্যাহার করে নিয়েছে রাশিয়া। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। আজ বিবিসির লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

ইউক্রেন আক্রমণের শুরু থেকেই স্নেক আইল্যান্ডকে টার্গেট বানিয়েছে রাশিয়া। কৃষ্ণ সাগরে ইউক্রেনের অতিক্ষুদ্র দ্বীপ জিমিনি (স্নেক আইল্যান্ড)। যুদ্ধে কৌশলগত অবস্থানের কারণে এই দ্বীপের ওপর নিয়ন্ত্রণ পেতে রুশ ও ইউক্রেনীয় বাহিনীর মধ্যে তুমুল লড়াই চলে।

রুশ মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, রাশিয়ান সেনারা আজ স্নেক আইল্যান্ডে কার্যকলাপ সম্পন্ন করেছে এবং সেখান থেকে সেনা প্রত্যাহার করেছে। 

স্নেক আইল্যান্ড থেকে রুশ সেনা প্রত্যাহারের খবর নিশ্চিত করেছে ইউক্রেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির কার্যালয়ের প্রধান আন্দ্রি ইরমাক বলেন, স্নেক আইল্যান্ডে আর কোনো রুশ সেনা নেই।