স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক


স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীকের বিধান বাতিল করে অধ্যাদেশ জারি করেছে সরকার। গতকাল রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এ অধ্যাদেশে সই করেছেন। এর ফলে ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও সিটি করপোরেশন নির্বাচনে আর দলীয় প্রতীক থাকছে না। সব প্রার্থীই হবেন স্বতন্ত্র অর্থাৎ নির্দলীয়। গত ১ জুলাই স্থানীয় সরকার মন্ত্রণালয় সিটি করপোরেশন, পৌরসভা, উপজেলা ও ইউনিয়ন পরিষদ আইন সংশোধন করে চারটি আলাদা অধ্যাদেশের খসড়া মন্ত্রিপরিষদ বিভাগে পাঠায়। পরে ২৪ জুলাই উপদেষ্টা পরিষদের অনুমোদনের পর লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের সম্মতি নিয়ে তা গেজেট আকারে প্রকাশ করা হয়। ২০১৫ সালে আওয়ামী সরকারের সময়ে আইন সংশোধন করে স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীকে ভোটের বিধান চালু করা হয়। সে আইনের সংশোধনী এবার বাতিল করা হলো।