স্থানীয় সরকারমন্ত্রী শিক্ষার্থীদের উন্নত স্বপ্ন বাস্তবায়নের পেছনে ছুটতে হবে

81

আজ রবিবার ৫ নভেম্বর কুমিল্লার কোর্টবাড়িতে সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে সভাপতিত্বকালে এ কথা বলেন তিনি। কুমিল্লায় সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রথম সমাবর্তন অনুষ্ঠানে সভাপতিত্বকালে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, যেকোনো মানুষের জীবনের সবচেয়ে চমৎকার অধ্যায় হচ্ছে শিক্ষাজীবন। তারুণ্যের উচ্ছলতায় পরিপূর্ণ এই সময়ে শিক্ষার্থীরা নানা জ্ঞান অর্জনের পাশাপাশি জীবন গঠনে মনোনিবেশ করে থাকে। এই সময়ে শিক্ষার্থীদের জীবনে তাদের লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে সচেতন হতে হয়। তবে সবচেয়ে বড় বিষয় হচ্ছে, শিক্ষার্থীদের সামনে উন্নত স্বপ্ন থাকতে হয়। সেই স্বপ্ন শুধু ব্যক্তিগত লক্ষ্য অর্জন করার জন্য নয়, বরং দেশ ও সমাজে ভূমিকা রাখার স্বপ্নও তাদের দেখতে হবে। দেশ ও সমাজের অগ্রগতিতে ভূমিকা রাখতে পারলেই শিক্ষার্থীরা সুশিক্ষিত হয়ে গড়ে উঠবে।