স্থানীয় পর্যবেক্ষক সংস্থা চেয়ে ইসির বিজ্ঞপ্তি জারি


জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নতুন করে স্থানীয় পর্যবেক্ষক সংস্থা নিবন্ধনের জন্য গণবিজ্ঞপ্তি জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগ্রহী সংস্থাগুলোকে আগামী ১০ আগস্টের মধ্যে ইসির সিনিয়র সচিব বরাবর নির্ধারিত ফরমে আবেদন দাখিল করতে বলা হয়েছে। আজ ইসি সচিবালয়ের জনসংযোগ শাখা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। ইসি জানায়, ‘নির্বাচন পর্যবেক্ষণ নীতিমালা ২০২৫’-এর ধারা ১৬ অনুযায়ী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে নিবন্ধিত ৯৬টি সংস্থার নিবন্ধন স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়েছে। নতুন নীতিমালার আওতায় যোগ্য বেসরকারি সংস্থাগুলোর কাছ থেকে নতুন করে আবেদন আহ্বান করা হচ্ছে।