স্কুল খুলে দিতে শিশুদের টিকা দিচ্ছে কিউবা

88

এএফপি জানিয়েছে, করোনাভাইরাস সংক্রমণ বৃদ্ধির মধ্যেই সরাসরি শিক্ষাদানের জন্য স্কুলগুলো ধাপে ধাপে ফের খুলে দিতে কমিউনিস্ট সরকার পরিবেশ তৈরির জন্য এ কর্মসূচি শুরু করেছে।

প্রথম ধাপে ১২ ও এর বেশি বয়সের শিশুদের টিকা দেওয়া হবে। তারা দেশে তৈরি দুটি টিকা আব্দালা ও সোবেরানার মধ্যে একটি টিকা নেবে। পরে পর্যায়ক্রমে আরও ছোট শিশুদের টিকা দেওয়া হবে।

২০২০ সালের মার্চ থেকে কিউবার অধিকাংশ স্কুল বন্ধ রয়েছে এবং তারপর থেকে শিক্ষার্থীরা দেশের টেলিভিশনে দেওয়া শিক্ষা কার্যক্রম অনুসরণ করে আসছে।

সোমবার শিক্ষাবর্ষ শুরু হওয়ায় উপযুক্ত সকল শিশুকে টিকা না দেওয়া পর্যন্ত তারা দূরশিক্ষণ কার্যক্রম অব্যাহত রাখবে।