স্কুলছাত্রীদের ইভটিজিং এর অভিযোগে দোকান বন্ধ করে সাইনবোর্ড

291

চাঁপাইনবাবগঞ্জ শহরের সোনারমোড় এলাকায় একটি চায়ের দোকান এর পাশ থেকে নবাবগঞ্জ জেলা আদর্শ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের উত্যক্ত করা হয় এমন অভিযোগে পুলিশ সুপার মোজাহিদুল ইসলামের নির্দেশে দোকানটি সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে পুলিশ। সেই সাথে দোকানটি কেন বন্ধ করা হল সে সম্পর্কে ওই দোকানের সামনে সাইনবোর্ডও ঝুলিয়ে দিয়েছে পুলিশ। আজ সন্ধ্যায় পুলিশ সুপার কার্যালয় বিষয়টি নিশ্চিত করেছে। নবাবগঞ্জ জেলা আদর্শ উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটি ও জেলা পরিষদ সদস্য আব্দুল হাকিম জানান, স্কুলের শিক্ষক ও পরিচালনা কমিটি সদস্যরা ওই দোকানদার, বখাটে ও তাদের অভিভাবকেদের বারবার নিষেধ করার পরও তারা কথা না শোনায় গতকাল দুপুরে পুলিশ সুপারের নিকট অভিযোগ করা হয়। অভিযোগ পেয়েই দ্রুত তদন্ত করে পুলিশ সুপার আজ সকালে দোকানটি সাময়িকভাবে বন্ধ করে সাইনবোর্ড ঝুলিয়ে দেন। স্কুল কর্তৃপক্ষ এ ধরনের ঘটনা বন্ধে জড়িত কিছু ছাত্রের বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের কথা ভাবছে বলেও জানান, জেলা পরিষদ সদস্য আব্দুল হাকিম।