স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে কারাদন্ড

43

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নে এক ছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে সাগর আলী (১৯) নামে এক তরুণকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গত মঙ্গলবার রাত ৯টায় ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী অফিসার মোছা. তাছমিনা খাতুন এ দ- প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত সাগর আলী একই ইউনিয়নের বাসিন্দা। ভ্রাম্যমাণ আদালত সূত্র জানিয়েছে, সাগর আলী মঙ্গলবার দুপুরে বালিয়াডাঙ্গা ইউনিয়নের একটি শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে ৭ম শ্রেণীর এক ছাত্রীর খালাতো ভাই হিসেবে মিথ্যা পরিচয় দিয়ে দেখা করতে চায়। কিন্তু স্কুল কর্তৃপক্ষ তাকে দেখা করতে না দিয়ে বাসায় গিয়ে দেখা করতে বলে। কিন্তু বাসায় না গিয়ে ছুটি হওয়া পর্যন্ত সাগর বাইরে গোপনে অপেক্ষা করছিল। ছুটির পরে কয়েকজন বান্ধবীসহ রাস্তা দিয়ে যাওয়ার সময় ওই স্কুলছাত্রীকে দেখামাত্র তার নাম ধরে ডেকে তার সাথে কথা বলতে চায়। একপর্যায়ে সাগরসহ তার বন্ধুরা কথা বলার জন্য জোরাজরি করলে ওই শিক্ষাপ্রতিষ্ঠানের এক কর্মচারী তা দেখে সাগরকে ধরে ফেললেও অন্যরা পালিয়ে যায়। পরে প্রধান শিক্ষক এসে স্থানীয় চেয়ারম্যানসহ উপজেলা নির্বাহী অফিসারকে খবর দিলে মঙ্গলবার রাতে উভয়পক্ষকে বিদ্যালয়ে ডেকে তথ্য যাচাই-বাছাই ও সাক্ষ্য গ্রহণ করা হয়। পরে অভিযোগের সত্যতা পাওয়ায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক অভিযুক্ত সাগরকে ১ হাজার টাকা অর্থদ-সহ ৭ দিনের কারাদ- প্রদান করেন। উপজেলা নির্বাহী অফিসার মোছা. তাছমিনা খাতুন বিষয়টি নিশ্চিত করেছেন।