স্কাউটারদের মধ্যে গাছের চারা বিতরণ

‘এসো দেশ বদলাই-পৃথিবী বদলাই’- এই স্লোগানে চাঁপাইনবাবগঞ্জে বন বিভাগের সহযোগিতায় দুই শতাধিক গাছের চারা বিতরণ করেছে সদর উপজেলা প্রশাসন। তারুণ্যের উৎসব উপলক্ষে স্কাউটারদের মধ্যে এই চারা বিতরণ করা হয়। আজ সকালে প্রধান অতিথি হিসেবে চারাগুলো বিতরণ করেন সদর উপজেলা নির্বাহী অফিসার তাছমিনা খাতুন। এসময় সামাজিক বনায়ন ও নার্সারি প্রশিক্ষণ কেন্দ্রের সহকারী বন সংরক্ষক নায়েমা আক্তার, উপজেলা বন কর্মকর্তা সতেন্দ্র নাথ সরকারসহ অন্যরা উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় চত্বরে চারাগুলো বিতরণ করা হয়।