সৌদি আরব, ৯ লেখক-শিক্ষাবিদ আটক করেছে।

168

সৌদি আরব অন্তত নয়জন শিক্ষাবিদ, লেখক ও অধিকারকর্মীকে আটক করেছে।  আন্দোলনকর্মীরা গতকাল সোমবার এই তথ্য জানিয়েছেন। বার্তা সংস্থা ডেইলি মেইলের এক প্রতিবেদনে জানানো হয়, দুই বছর ধরে দেশটিতে বুদ্ধিজীবীদের বিরুদ্ধে চলে আসা দমন-পীড়নের সবশেষ ঘটনা এটি।  তবে কী অভিযোগে তাদের আটক করা হয়েছে- এ বিষয়ে সৌদি কর্তৃপক্ষ কোনো মন্তব্য করেনি। প্রতিবেদনে জানানো হয়, মোহাম্মদ বিন সালমান সৌদি আরবের যুবরাজ হওয়ার পর বিশেষ করে উদারপন্থী ও অধিকারকর্মীদের বিরুদ্ধে দমন-পীড়ন বেড়েছে বলে অভিযোগ রয়েছে।  তিনি তার ক্ষমতাকে কণ্টকমুক্ত করতে এই কাজ করছেন বলে পর্যবেক্ষকদের ভাষ্য। লন্ডনভিত্তিক সৌদি মানবাধিকার গোষ্ঠী এএলকিউএসটি বলছে, ১৬ নভেম্বর নতুন করে অভিযান শুরু করে সৌদি কর্তৃপক্ষ।  রিয়াদ, জেদ্দাসহ বিভিন্ন শহরে অন্তত নয়জন সাংবাদিক, ব্লগার, অধিকারকর্মীর বাড়িতে অভিযান চালানো হয়।  অভিযানের সময় ল্যাপটপ ও মোবাইল ফোনও জব্দ করা হয়।