সৌদি আরবে বৈঠকে যোগ দেবে না তালেবান

250

সৌদি আরবে যুক্তরাষ্ট্রের সঙ্গে পূর্ব পরিকল্পিত শান্তি আলোচনায় যোগ দেবে না তালেবান। চলতি মাসে সৌদি আরবে এ বৈঠক হওয়ার কথা ছিল। সৌদি আরবের পরিবর্তে কাতারে এ বৈঠক করার আহ্বান জানান তালেবান নেতারা। রবিবার তালেবান কর্মকর্তাদের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়েছে, তালেবানের এক উচ্চ পদস্থ কর্মকর্তা জানান, সৌদি আরব শান্তি আলোচনার এ বৈঠকে আফগান সরকারকে অন্তর্ভুক্ত করার চেষ্টা করছে। কাবুল সরকার তালেবানের নেতাদের সঙ্গে শান্তি আলোচনার প্রস্তাব দিলে তারা তা প্রত্যাখ্যান করেছে বলে এক খবরে বলা হয়েছে। রয়টার্সের এক খবরে বলা হয়, তালেবান নেতারা পরবর্তী সপ্তাহে আমেরিকার প্রতিনিধিদের সঙ্গে আবারো বৈঠকে বসতে যাচ্ছেন। তালেবান কর্তৃপক্ষ আরো জানায়, সমস্যা হ্যচ্ছে সৌদি আরব এবং আরব আমিরাত চাচ্ছে আমারা আফগান সরকারের সঙ্গে বৈঠকে বসি কিন্তু সেটা এই মুহূর্তে আমাদের পক্ষে সম্ভব নয়। এজন্য আমরা সৌদি আরবে বৈঠকটি বাতিল করেছি।