সৌদি আরবের সাথে মিল রেখে চাঁপাইনবাবগঞ্জের দুই গ্রামে ঈদ উদযাপন
চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলার দু’টি গ্রামের কিছু পরিবার সৌদি আরবের সাথে মিল রেখে একদিন পূর্বেই পবিত্র ঈদ-উল-ফিতর উদযাপন করেছে। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, আজ সকাল সোয়া ৮টায় সদর উপজেলার দেবিনগর ইউনিয়নের মমিনটোলা গ্রামের একটি আমবাগান সংলগ্ন স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। নারীদের জন্য সামিয়ানা টেঙ্গে পর্দা করে পৃথক ব্যবস্থা করা হয়। সংশ্লিস্ট ইউপি সদস্য হাবিবুর রহমান জানান, নামাজে ইমামতি করেন মাওলানা আবুল কালম আজাদ।
এদিকে, শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের ছিয়াত্তরবিঘী গ্রামেও সৌদি আরবের সাথে মিল রেখে ঈদ উদযাপন করা হয়েছে। আজ সকাল সোয়া ৮টায় আনুমানিক ১২৫ জন গ্রামবাসী ঈদের জামাতে অংশ নেন। শিবগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক খলিল উদ্দিন জানান, নামাজে ইমামতি করেন গোমস্তাপুর উপজেলা থেকে আসা মাওলানা ফজলুল হক।
কয়েক বছর যাবৎ একই স্থানে একই ইমামের তত্বাবধানে সৌদি আরবের সাথে মিল রেখে ঈদ-উল-ফিতর এবং ঈদ-উল-আজহা’র নামাজ আদায় ও ঈদ পালন করা হচ্ছে।