সোহানের রংপুরের নতুন অধিনায়ক লিটন

রংপুর রাইডার্সের নতুন অধিনায়ক হয়েছেন লিটন দাস। নুরুল হাসান সোহানের জায়গায় তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। প্রথমবারের মতো রংপুর রাইডার্সকে নেতৃত্ব দেবেন জাতীয় দলের এই ক্রিকেটার। চলতি বিপিএলে রংপুরের হয়ে ব্যাট হাতে দেশীয় ক্রিকেটারদের মধ্যে লিটনের রান দ্বিতীয় সর্বোচ্চ। ৮ ম্যাচে ১৬২ রান করেছেন তিনি, গড় ২০.২৫ ও স্ট্রাইকরেট ১৩৫। অন্যদিকে ব্যাট হাতে এবারের আসরে একেবারেই ছন্দে নেই সোহান। নিজের ব্যাটিংয়ে পুরো মনোযোগ দেওয়ার জন্যই অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি।