সোনামসজিদ স্থলবন্দর সিঅ্যান্ডএফের নেতা হলেন আওয়াল ও রুহুল

83

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের নির্বাচন গত শনিবার সম্পন্ন হয়েছে। ১১ বছর পর অনুষ্ঠিত এই নির্বাচনে সভাপতি পদে আবদুল আওয়াল, সিনিয়র সহ-সভাপতি সৈবুর রহমান, সহ-সভাপতি খাইরুল ইসলাম, সাধারণ সম্পাদক রুহুল আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক মেসবাউল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক, জাহাঙ্গীর আলম, অর্থ ও দপ্তর সম্পাদক এস এম ফিরোজ, কাস্টমস ও বন্দর সম্পাদক নাসির উদ্দিন এবং কার্যনিবাহী সদস্য পদে জোহিরুল ইসলাম বাদল, মোসা. পলি বেগম, সেলিমুজ্জামান, তৈয়নুর ইসলাম, মতিউর রহমান নির্বাচিত হয়েছেন।
এই নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার আবদুল গফুর শনিবার সন্ধ্যার পর লিখিতভাবে এই ফলাফল ঘোষণা করেন।
গত শনিবার সোনামসজিদ এলাকায় অবস্থিত পর্যটন মোটেলে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ৯৬ জন ভোটারের মধ্যে ৯০ জন তাদের ভোটাধকিার প্রয়োগ করেন।
নির্বাচনে আবদুল গফুরকে প্রধান নির্বাচন কমিশনার এবং আনিসুজ্জামান ও মুকলেসুর রহমানকে নির্বাচন কমিশনার করে তিন সদস্যবিশিষ্ট নির্বাচনী পরিচালনা বোর্ড গঠন করা হয়। নির্বাচনে সার্বিক পর্যবেক্ষণে ছিলেন চাঁপাইনবাবগঞ্জ প্রেস ক্লাবের সহসভাপতি ও দৈনিক যুগান্তরের শিবগঞ্জ প্রতিনিধি মো. জোবদুল হক।