সোনামসজিদ স্থলবন্দর : মতবিনিময় করলেন দুই দেশের আমদানি ও রপ্তানিকারকরা

106

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরের জিরো পয়েন্টে মতবিনিময় করেছেন বাংলাদেশ ও ভারতের আমদানি ও রপ্তানিকারকরা। বিভিন্ন বাণিজ্যিক সমস্যা নিয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সোনামসজিদ স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপ ও মহদীপুর স্থলবন্দর এক্সপোর্টার অ্যাসোসিয়েশনের নেতারা অংশগ্রহণ করেন।
শনিবার দুপুরে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় উভয় দেশের পণ্য আমদানি-রপ্তানির ক্ষেত্রে বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এছাড়াও নিজ নিজ দেশের আমদানি-রপ্তানির গতিশীলতা বাড়ানোর লক্ষে গুরুত্বারোপ করা হয়।
সভায় মহদীপুর স্থলবন্দর এক্সপোর্টার অ্যাসোসিয়েশনের সভাপতি ফজলুর হক, সাধারণ সম্পাদক প্রসেঞ্জিত ঘোষ, যুগ্ম সম্পাদক সঞ্জীব ঘোষ, কার্যনির্বাহী সদস্য মাসুদুন নবী মাসুদ, যুগ্ম সম্পাদক কামাল আহমেদুজ্জোহা, কার্যনির্বাহী সদস্য দিলীপ কুমার মন্ডল, ফিরোজ আহমেদ, রফিকুল ইসলাম; মহদীপুর সিঅ্যান্ডএফ এজেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ভূপতি মন্ডল; সোনামসজিদ স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক আতাউর রহমান রাজু, সহ-সাধারণ সম্পাদক যুবরাজ আলম মানিক, কোষাধ্যক্ষ আলহাজ মুামুনুর রশিদ, দপ্তর সম্পাদক নূর আমিন, উপদেষ্টা একরামুল হক, আলমগীর মমিন, হাইয়ুল হক, খাইরুল ইসলাম ও সাহাবুদ্দিন উপস্থিত ছিলেন।
এদিকে করোনা সংক্রমণ উপেক্ষা করেও দুই দেশের আমদানি-রপ্তানিকারক গ্রুপের নেতারা আলোচনায় বসেন।