সোনামসজিদ স্থলবন্দর বন্ধের সময়সীমা ৩১’মার্চ পর্যন্ত বৃদ্ধি

109

করোনা প্রতিরোধে দেশের দ্বিতীয় বৃহত্তম চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর টানা চারদিন বন্ধ থাকার মধ্যেই বন্ধের সময়সীমা ৩১ মার্চ মঙ্গলবার পর্যন্ত বৃদ্ধি করেছে বিপরীতে ভারতের মোহদীপুর স্থলবন্দর এক্সপপোটার্স এসোসিয়েশন। শনিবার(২৮’মার্চ) বিকেলে সোনামসজিদ বন্দর কাস্টমস পরিদর্শক বুলবুল আহমেদ চৌধুরী,বন্দর সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশন অফিস সচিব একরাম হোসেন  ও আমদানীকারকেরা বিষয়টি নিশ্চিত করেছেন।
তারা জানান, গত ২৩ মার্চ মোহদিপুর এক্সপোটার্স এসাসিয়েশন সাধারণ সম্পাদক প্রশেনজিত ঘোষ স্বাক্ষরিত এক পত্রে ২৪-২৭’মার্চ পর্যন্ত  সোনামসজিদ-মোহদিপুর পথে আমাদানী-রপ্তানী  বন্ধের সিদ্ধান্ত জানানো হয়। ২৮’মার্চ শনিবার থেকে এই পথে পূণরায় আমাদানী-রপ্তানী  চালু হবে বলেও ওই পত্রে উল্লেখ করা হয়।
কিন্তু গত ২৬’মার্চ পূনরায় মোহদিপুর এক্সপোটার্স এসাসিয়েশন এক পত্রে বন্দর যোগাযোগ আগামী ৩১’মার্চ পর্যন্ত বন্ধের সিদ্ধান্ত জানায়। করোনা পরিস্থিতির কারণে প্রয়োজনে বন্ধের সময়সীমা বাড়ানো হতে পারে বলেও জানায় ভারতীয় পক্ষ।
কাস্টমস পরিদর্শক বুলবুল আহমেদ চৌধুরী বলেন, বাংলাদেশ পক্ষে বন্দর বন্ধের কোন সিদ্ধান্ত নেই। সর্বশেষ গত ২৪ মার্চ জাতীয় রাজস্ব বোর্ড এক পত্রে বাংলাদেশে ঘোষিত ২৬ মার্চ থেকে ৪’এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটির সময় বন্দরে কার্যক্রম সীমিত করতে বলে। বন্দরে কাস্টমস অফিস সরকারী নির্দেশনা অনুযায়ী খোলা রয়েছে বলেও জানান পরিদর্শক  বুলবুল।
উরেøখ্য, করোনা পরিস্থিতিতে ভারতে আগামী ১৫’এপ্রিল পর্যন্ত লকডাউন ঘোষণা করা হয়েছে।