Site icon রেডিও মহানন্দা ৯৮.৮ এফএম

সোনামসজিদ স্থলবন্দরে প্রধান মন্ত্রীর উপদেষ্টার মত বিনিময় সভা অনুষ্ঠিত

মাননীয় প্রধান মন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ডঃ গওহর রিজভীর সাথে সোনামসজিদ স্থল বন্দরের অংশি জনদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সন্ধ্যায় পানামা সোনামসজিদ পোর্ট লিঃ এর উদ্দ্যোগে অনুষ্ঠিত মত বিনিময় সভা চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক মাহমুদুল হাসান এর সভাপতিত্বে শুরু হয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডঃ গওহর রিজভী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য গোলাম রাব্বানী, রাজশাহী ভ্যাট কমিশনার মোয়াজ্জেম হোসেন, শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শফিকুল ইসলাম, সহকারী কমিশনার (ভুমি) কল্যান চৌধুরী, শিবগঞ্জ পৌরসভার মেয়র কারিবুল হক রাজিন, পানামার ব্যবস্থাপনা পরিচালক বিল্লাহ হোসেন, সি.এন্ড এফ এজেন্ট এসোসিয়েশন সভাপতি হারুন অর রশিদ, কানসাট ই্উপি চেয়ারম্যান বেনাউল ইসলাম ও শাহাবাজপুর ইউপি চেয়ারম্যান তোজাম্মেল হক সহ অন্যান্যরা। সন্ধ্যা ৬ থেকে শুরু হয়ে রাত সাড়ে ৮টা পর্যন্ত চলা মত বিনিময় সভায় পানামা, সিএন্ড এফ, কাষ্টমস, আমদানী রপ্তানী কারক এবং শ্রমিক সমন্বয়ের নেতারা অংশ গ্রহন করেন। মত বিনিময় সভায় স্থলবন্দরে বিভিন্ন পন্য আমদানী রপ্তানী, রেল লাইন ও রাস্তা চারলাইন সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। এছাড়াও সিএন্ড এফ এজেন্ট এসোসিয়েশানের ৬ দফা দাবি বিষয়ে কথা বলেন প্রধান অতিথি। তিনি বলেন, বর্তমানে বন্দরে প্রতিদিন ৫-৬ শত গাড়ি পন্য ঢুকলেও আর কিছু দিন পর প্রায় ১৫ শ করে গাড়ি বন্দরে ঢুকবে। বন্দরে বিভিন্ন সুযোগ সুবিধার কথাও তুলে ধরেন তিনি।

Exit mobile version