সোনামসজিদ স্থলবন্দরে আমদানী-রপ্তানী ব্যবসা সংক্রান্ত মতবিনিময় সভা

89

শিবগঞ্জ উপজেলায় অবস্থিত দেশের দ্বিতীয় বৃহত্তম সোনামসজিদ স্থলবন্দরে আমদানী-রপ্তানী ব্যবসা সংক্রান্ত বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে অনুষ্ঠিত সভায় বন্দর পথে ব্যবসার সুবিধা-অসুবিধা ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এছাড়া সভায় করোনা শুরুর সময় থেকে অধ্যবধি বন্ধ সোনামসজিদ-ভারতের মালদহের মহদিপুর ইমিগ্রেশন পূনরায় চালুর ব্যাপারেও আলোচনা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন ইন্ডিয়া-বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রীর যুগ্ম-সম্পাদক আব্দুল ওয়াহেদ। বিশেষ অতিথি ছিলেন সোনামসজিদ আমদানী-রপ্তানীকার গ্রুপ সাধারণ সম্পাদক আতাউর রহমান রাজু ও চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রীর সাবেক সহসভাপতি খাইরুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের সাবেক পরিচালক জামাল উদ্দিন। নুরানী এন্টারপ্রাইজ স্বত্বাধিকারী তাকিরুজ্জামানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন বন্দর সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সাবেক সভাপতি আব্দুল আওয়াল ও হারুনুর রশীদ, চাঁপাইনবাবগঞ্জ আতপ চাল ব্যবসায়ী সমিতি সেক্রেটারী জেনারেল মসিউল করিম বাবু, জেলা মিনিবাস মালিক সমিতি সাবেক সভাপতি মনিরুল ইসলাম ডালিম প্রমুখ। সভায় আমদানী-রপ্তানীকারকরা ও জেলার বিভিন্ন অঙ্গণের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।