সোনামসজিদ সীমান্ত পরিস্থিতি পরিদর্শন করলেন ভারতীয় সাংবাদিকরা

213

বাংলাদেশ-ভারত সীমান্ত পরিস্থিতি সজেমিনে দেখতে চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত এলাকা পরিদর্শন করেছেন ভারতীয় সাংবাদিকদের ১৪ সদস্যের একটি দল। মঙ্গলবার (১৬’জুলাই) সকালে তারা শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ সীমান্ত পরিদর্শন করেন। দু’দেশের মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বাড়াতে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি) এই সফর তত্বাবধান করে।সোনামসজিদ সীমান্তে ভারতীয় সাংবাদিকদের ফুল দিয়ে স্বাগত জানান চাঁপাইনবাবগঞ্জে ৫৯’বিজিবি ব্যাটালিয়ন (রহনপুর) পরিচালক লে.কর্ণেল মাহমুদুল হাসান। ভারতীয় সাংবাদিকদের দলে দূরদর্শন,এএনআই,টাইমস নেটওয়ার্ক,নিউজ এইটিন সহ ভারতের বিভিন্ন গণমাধ্যম কর্মী ও একজন বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) কর্মকর্তা ছিলেন। ভারতীয় সাংবাদিকরা প্রথমে সীমান্ত এলাকায় অবস্থিত গৌড়ের ঐতিহাসিক ছোট সোনামসজিদ পরিদর্শন করেন। এরপর সোনামসজিদ সীমান্তের জিরো পয়েন্টে ঐতিহাসিক দখল দরজার নিকট তারা ভারত-বাংলাদেশ ভ্রমণকারী ও স্থানীয়দের সাথে সীমান্ত পরিস্থিতি নিয়ে কথা বলেন।
ভারতীয় সাংবাদিকরা নওগাঁ জেলার পত্মীতলা সীমান্ত পরিধর্শনের উদ্দেশ্যে দুপুরে সোনামসজিদ ত্যাগ করেন। ভারতীয় সাংবাদিকদের সোনামসজিদ সীমান্ত পরিদর্শনকালে একদল বাংলাদেশী সাংবাদিক উপস্থিত ছিলেন