সোনামসজিদ সীমান্ত দিয়ে ভারতীয় নাগরিকের লাশ হস্তান্তর

শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ সীমান্ত দিয়ে ভারতে এক নাগরিকের লাশ হস্তান্তর করা হয়েছে। আজ বিকেল ৩টার দিকে সোনামসজিদ চেকপোস্ট দিয়ে ভারতীয় ইমিগ্রেশন পুলিশের নিকট লাশটি হস্তান্তর করা হয়। ৪৪ বছর বয়সী ভারতীয় নাগরিকের নাম বিজলী কুমার রায়। তার বাড়ি ভারতের মোজাফফরপুর জেলার মিনাপুর থানার চাক জামাল গ্রামে। পিতার নাম মৃত টুনা রায়। সোনামসজিদ ইমিগ্রেশন সুত্রে জানা গেছে- গত ২০২১ সালের ২৪ জুন অবৈধভাবে ভারত হতে বাংলাদেশের অনুপ্রবেশের দায়ে শরীয়তপুর জাজিরা থানার পুলিশ বিজলী কুমার রায়কে আটক করে। পরে তাকে শরীয়তপুর কারাগার থেকে চাঁপাইনবাবগঞ্জ কারাগারে পাঠানো হয়। চলতি বছরের ১৩ জানুয়ারি রাজশাহী সরকারি মেডিকেল হাসপাতালে শ্বাসকষ্টজনিত কারণে ভর্তি হয়। গত ১৫ জানুয়ারি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আজ বিকেলে ৫৯ বিজিবি ব্যাটালিয়নের সোনামসজিদ বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সোনামসজিদ সীমান্ত দিয়ে উভয় দেশের ইমিগ্রেশন পুলিশ, বিজিবি ও বিএসএফের উপস্থিতিতে মৃতের ছোট ভাই বদ্রী রায়ের নিকট সোনামসজিদ শুন্যরেখায় লাশটি হস্তান্তর করা হয়।