সোনামসজিদ বন্দরে বাংলাদেশ-ভারত ব্যবসায়ীদের যৌথ সভা

সোনামসজিদ ও ভারতের মহদিপুর স্থলবন্দরের মধ্যে বাণিজ্য সম্প্রসারণ এবং বিদ্যমান সমস্যা সমাধানের লক্ষ্যে বাংলাদেশ ও ভারতের আমদানি-রফতানিকারকদের যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে সোনামসজিদ স্থলবন্দরের আমদানি-রফতানিকারক গ্রুপের উদ্যোগে পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় উভয় দেশের ব্যবসায়ী নেতারা সোনামসজিদ-মহদিপুর স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে যেসব পণ্যের আমদানি-রফতানি দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে, সেগুলো পুনরায় চালুর দাবি জানান তারা।

ভারতীয় ব্যবসায়ীরা সভায় জানান, এক সময় মসলা জাতীয় পণ্যের আমদানি-রফতানি এই বন্দর দিয়ে উল্লেখযোগ্য হারে হতো, তবে বর্তমানে তা অনেকটাই কমে গেছে। এ ধরনের পণ্যের বাণিজ্য পুনরুজ্জীবিত করতে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান তারা।

সোনামসজিদ আমদানি-রফতানিকারক গ্রুপের ভারপ্রাপ্ত সভাপতি বাবুল হাসনাত দুরুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক আরিফ উদ্দিন ইতি, দপ্তর সম্পাদক এসবি মাসুম বিল্লাহ, সোনামসজিদ সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান ও সদস্য সচিব রুহুল আমিন।

এছাড়াও মহদিপুর রপ্তানিকারক গ্রুপের সহসভাপতি জগন্নাথ ঘোষ, যুগ্ম সাধারণ সম্পাদক হৃদয় ঘোষ, মহদিপুর সিএন্ডএফ এজেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক তাপস কুন্ডু, সাবেক সাধারণ সম্পাদক ভূপ্রতি মন্ডলসহ দুই দেশের বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ সভায় অংশ নেন।

সভায় অংশগ্রহণকারীরা পারস্পরিক সহযোগিতা জোরদারের মাধ্যমে দুই দেশের সীমান্ত বাণিজ্য আরও সম্প্রসারণে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।