01713248557

সোনামসজিদ ইমিগ্রেশনে ভারতে ঢোকার সময় ৭ সোনার বারসহ বাংলাদেশী যাত্রী গ্রেপ্তার

শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ স্থলবন্দর সংলগ্ন সোনামসজিদ ইমিগ্রেশন চেকপোষ্ট দিয়ে ভারতে প্রবেশের সময় বিজিবি’র হাতে ২৪ ক্যারেটের ৭টি স্বর্নবারসহ হামিদুল হক নামে একজন বাংলাদেশী পাসপোর্টধারী যাত্রী গ্রেপ্তার হয়েছে। এসময় তার সাথে থাকা ৫ হাজার ৮০০ ভারতীয় রুপী ও ১৮ হাজার ৪০০ বাংলাদেশী টাকাও জব্দ হয়। সে রাজশাহীর বোয়ালিয়া থানার কাজলা রানীনগর এলাকার মৃত বেলাল উদ্দিন আহমেদের ছেলে।
প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, গতকাল আইসিপি দিয়ে সোনা পাচারের সম্ভাবনার গোয়েন্দা তথ্য পেয়ে সতর্ক নজরদারি ও তল্লাশী কার্যক্রম বাড়ায় বিজিবি। এক পর্যায়ে গতকাল বিকাল সাড়ে ৫টার দিকে হামিদুলের গতিবিধি সন্দেহজনক হওয়ায় তাকে আইসিপিতে তল্লাশী করা হয়। তল্লাশীতে তার আন্ডারওয়্যারের বেল্টের ভেতর অভিনব কায়দায় লুকানো ৭টি সোনার বিস্কুট পাওয়া যায়। চাঁপাইনবাবগঞ্জের রহনপুর ব্যাটালিয়নের (৫৯বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল গোলাম কিবরিয়া বলেন, জব্দ সোনার গ্রেড ও ওজন জেলা জুয়েলারী সমিতি কর্তৃক পরীক্ষা করে নিশ্চিত হওয়া গেছে। এ ঘটনায় শিবগঞ্জ থানায় মামলা করার পর জব্দ সোনা ও অর্থ জেলা ট্রেজারিতে জমা করার বিষয়টি প্রক্রিয়াধীণ বলেও জানান অধিনায়ক। উল্লেখ্য, এর মাত্র ১০ দিন আগে গত ১০ জুন সোনমসজিদ আইসিপি দিয়ে ভারত যাবার সময় ৪টি সোনার বিস্কুটসহ আরেক বাংলাদেশীকে গ্রেপ্তার করে বিজিবি।