সেমিফাইনালে আজ মুখোমুখি ম্যানসিটি-লিভারপুল

162

ইংল্যান্ডের প্রথম ক্লাব হিসেবে এক মৌসুমে চার শিরোপা জেতার সুযোগ আছে লিভারপুলের। আর ১৯৯৯ সালে ম্যানচেস্টার ইউনাইটেডের পর চ্যাম্পিয়নস লিগ, প্রিমিয়ার লিগ ও এফএ কাপ জয়ের হাতছানি ম্যানচেস্টার সিটির। তবে আজ একটা দলের স্বপ্ন ভাঙবে। এফএ কাপের সেমিফাইনালে মুখোমুখি তারা। গত সপ্তাহেই ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে মুখোমুখি হয়েছিল দুদল। ইতিহাদের সেই ম্যাচটি ড্র হয়েছিল ২-২ গোলে। পেপ গার্দিওলা ও ইয়ুর্গেন ক্লপের দল আজ খেলবে ওয়েম্বলি স্টেডিয়ামে। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে চোটের জন্য ম্যানসিটি পাচ্ছে না দলের সেরা তারকা কেভিন ডি ব্রুইনকে। অনিশ্চিত কাইল ওয়াকারও। তবে বেনফিকার বিপক্ষে মোহাম্মদ সালাহ, সাদিও মানে, ভার্জিল ফন ডাইকরা বিশ্রামে থাকায় সতেজ দল নিয়েই খেলবে লিভারপুল।