সেমিফাইনালিস্টদের শচীনের তালিকায় যারা জায়াগা পেল

78

শুরু হয়ে গেল ওয়ানডে বিশ্বকাপ। আগের আসরের দুই ফাইনালিস্ট ইংল্যান্ড ও নিউজিল্যান্ড মুখোমুখি হয়েছিল। যেখানে ইংলিশদের উড়িয়ে জয় পায় কিউইরা। টুর্নামেন্টের যদিও এখনও অনেক সময় পড়ে আছে। তবে সাবেক বা বর্তমান ক্রিকেটাররা তাদের ভবিষ্যৎদ্বাণী করে যাচ্ছেন। এবার ভারতীয় ক্রিকেটের সবচেয়ে বড় তারকা শচীন টেন্ডুলকার চলতি আসরের চার সেমিফাইনালিস্টের সম্ভাব্য নাম জানালেন।

চলমান বিশ্বকাপে শচীনকে ‘গ্লোবাল অ্যাম্বাসেডর’করা হয়েছে। তবে তার তালিকায় ঠাঁই পায়নি প্রতিবেশী পাকিস্তান। নিজ দেশ ভারতকে অবশ্য ঠিকই রেখেছেন। কোনো সন্দেহ ছাড়াই ভারত। আমাদের দল খুবই ভালো এবং ভারসাম্যপূর্ণ দল। এরপর দ্বিতীয় দল হিসেবে তিনি রাখেন অস্ট্রেলিয়াকে, ‘অস্ট্রেলিয়াও ভারতের মতোই ভারসাম্যপূর্ণ দল। তাই আমি তাদের রাখছি। তৃতীয় ও চতুর্থ দল নির্বাচন করতে গিয়ে টেন্ডুলকার বলেছেন ‘তৃতীয় দল হিসেবে আমি বলব ইংল্যান্ডের কথা। আর আমার চতুর্থ পছন্দ হিসেবে আছে নিউজিল্যান্ড। তারা ২০১৫ ও ২০১৯ সালের ফাইনালে খেলেছে। আমি তাদের এবারও সেমিফাইনালে দেখছি।