সেই রিকশা চালকসহ চাঁপাইনবাবগঞ্জে এসেছে আরো ৮০ জনের রিপোর্ট

130

চাঁপাইনবাবগঞ্জ শহরের শাহনেয়ামতুল্লাহ কলেজ মোড়ে হঠাৎ অসুস্থ হয়ে মারা যাওয়া সেই রিকশা চালকসহ আরো ৮০ জনের করোনাভাইরাস পরীক্ষা রিপোর্ট সিভিল সার্জন কার্যালয়ে এসেছে। তারা সবাই করোনা ভাইরাসমুক্ত বলে সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী জানিয়েছেন। তিনি জানান গত ২৮ এপ্রিল পর্যন্ত কয়েক দফায় ২৮৫ জনের নমুনা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ভাইরোলজি বিভাগে পাঠানো হয়েছিল। তার মধ্যে গত মঙ্গলবার রাতে আরো ৮০ জনের রিপোর্ট পাওয়া গেছে। সবমিলিয়ে কয়েক দফায় ২১৫ জনের রিপোর্ট পাওয়া গেল। এর মধ্যে ২ জন পজিটিভ এবং ২১৩ জনই নেগেটিভ। পেন্ডিং রয়েছে ৭৫ জনের রিপোর্ট। সিভিল সার্জন আরো জানান, আজ বুধবার (২৯ এপ্রিল) নতুন করে আরো ৩১ জনের নমুনা পাঠানো হয়েছে এবং আরো ২২ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে যা আগামী কাল  পাঠানো হবে।
উল্লেখ্য, গত ১৫ এপ্রিল সকাল সাড়ে ১০ টার দিকে জেলা শহরের শাহনেয়ামতুল্লাহ কলেজ মোড়ে রিকশার উপর বসে থাকা অবস্থায় মোফাজ্জল (৬২) নামের এক রিকশা চালকের মৃত্যু হয়। পরে তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাটায় স্বাস্থ্য বিভাগ। সিভিল সার্জন জানান এই ৮০ জনের মধ্যে রিকশা চালকের রিপোর্টও রয়েছে।