সুষ্ঠু পরিবেশ নেই এ অভিযোগ ভিত্তিহীন বলেছেন সিইসি

210

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নেই যারা এমন অভিযোগ করছেন তা ভিত্তিহীন বলে দাবি করেছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা। আজ রাঙ্গামাটিতে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার। মতবিনিময় সভায় তিনি আরও বলেন, দেশে নির্বাচনের স্বাভাবিক পরিবেশ বিরাজ করছে। সব দল সুষ্ঠুভাবে নির্বাচনী প্রচার চালাতে পারছেন। এতে বুঝা যাচ্ছে নির্বাচনের পরিবেশ স্বাভাবিক রয়েছে। নির্বাচন সুষ্ঠু করতে ইসির অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করে তিনি বলেন, ভোটের দিন ৩ পার্বত্য জেলার প্রতিটি কেন্দ্রে সেনাবাহিনী মোতায়েন থাকবে। এই নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে আমরা অঙ্গীকারবদ্ধ।