সুপার সিক্সে যেতে কঠিন পথ পাড়ি দিতে হবে যুবাদের

আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বি গ্রুপে খেলতে নেমে বড় চ্যালেঞ্জের সামনে পড়েছে বাংলাদেশ। গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হওয়ায় এখন হিসাব-নিকাশ বেশ জটিল হয়ে উঠেছে জুনিয়র টাইগারদের জন্য। বুলাওয়েতে কুইন্স স্পোর্টস ক্লাবে গতকাল নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচটি শুরু হলেও টানা বৃষ্টিতে খেলা শেষ পর্যন্ত চালিয়ে নেওয়া সম্ভব হয়নি। ম্যাচটি সংক্ষিপ্ত করে ৪৭ ওভারে নামানো হলেও মাঠে খেলা হয়েছে মাত্র ১০ ওভার। এই সময়ে নিউজিল্যান্ড ১ উইকেট হারিয়ে ৫১ রান তোলে। এরপর আবার বৃষ্টি নামলে আম্পায়াররা ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন। ফলে দুই দলই পায় এক পয়েন্ট করে। এর আগে একই মাঠে ১৭ জানুয়ারি ভারতের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে ডিএলএস পদ্ধতিতে ১৮ রানে হেরে যায় বাংলাদেশ। দুই ম্যাচ শেষে বাংলাদেশের পয়েন্ট এখন মাত্র এক, অবস্থান গ্রুপ বি’র তৃতীয় স্থানে। গ্রুপ থেকে সুপার সিক্সে উঠবে তিনটি দল। ভারত ইতোমধ্যে পরের পর্ব নিশ্চিত করেছে। তাদের শেষ গ্রুপ ম্যাচ ২৪ জানুয়ারি নিউজিল্যান্ডের বিপক্ষে। বাংলাদেশের সামনে এখন আর কোনো বিকল্প নেই। ২৩ জানুয়ারি হারারেতে যুক্তরাষ্ট্রের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে জয় ছাড়া অন্য কিছু ভাবার সুযোগ নেই। সেই ম্যাচে হার বা পরিত্যক্ত হলেই অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হবে বাংলাদেশের।