সীমান্তে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক অনুষ্ঠিত

379

চাঁপাইনবাবগঞ্জের বকচর সীমান্তের সীমান্ত পিলার-৩৪/১এস এর থেকে ১০০ গজ ভারতের অভ্যন্তরে বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ ভারতের মুর্শিদাবাদ জেলার আটরশিয়া বিএসএফ ক্যাম্প এলাকায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। অত্যন্ত সৌহার্দপুর্ণ পরিবেশে অনুষ্ঠিত বৈঠকে ফলপ্রসু আলোচনা হয় জানিয়ে চাঁপইনবাবগঞ্জস্থ বিজিবি’র ৫৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাজ্জাদ সরোয়ার বলেন- পতাকা বৈঠকে বিজিবি-বিএসএফ দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় আলোচনায় উঠে আসে। এর মধ্যে সীমান্তে গুলি বর্ষণ না করা, হত্যা-নির্যাতন বন্ধ করা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধ, অবৈধ অস্ত্র-গোলাবারুদ বিস্ফোরক পাচার প্রতিরোধ, নারী, শিশু ও মানব পাচার প্রতিরোধ, অবৈধ সীমান্ত পারাপার বন্ধ, সীমান্ত নিরাপত্তা ব্যবস্থা, সমন্বিত টহল ছাড়াও অবৈধভাবে গবাদিপশুর প্রবেশ রোধ প্রসঙ্গেও আলোচনা হয়। দুই পক্ষই বাংলাদেশ-ভারত সীমান্ত চুক্তি-১৯৭৫ এর আলোকে আলাপ-আলোচনার মাধ্যমে উদ্ভুত যে কোনো সমস্যা ব্যাটালিয়ন বা কাম্পানী কিংবা বিওপি কমান্ডার পর্যায়ে যোগাযোগ অথবা পতাকা বৈঠকের মাধ্যমে শান্তিপূর্ণভাবে সমাধানে একমত হয় বলে বিজিবি’র এ কর্মকর্তা জানান। বাংলাদেশ সময় বেলা ১০ টা ৫০ মিনিটে শুরু হওয়া বৈঠকটি শেষ হয় দুপুর ১২টা ৪০ মিনিটে। এ বৈঠকে বাংলাদেশের পক্ষে ১৩ সদস্যের বিজিবি প্রতিনিধি দলের নেতৃত্ব দেন চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সাজ্জাদ সরোয়ার, পিএসসি এবং বিএসএফ এর ১৫ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ৩৫ ব্যাটালিয়ন বিএসএফ এর কমান্ড্যান্ট শ্রী রাজেশ কুমার।