সীমান্তে বিজিবি’র অভিযানে বিদেশী মদ, ফেনসিডিল জব্দ

শিবগঞ্জ উপজেলা সীমান্তে বিজিবির দুটি পৃথক অভিযানে ২৫ বোতল ফেনসিডিল ও ২৪ বোতল বিদেশী মদ জব্দ হয়েছে। তবে এসব অভিযানে কেউ আটক হয়নি। আজ ভোররাতে ও গতকাল দিবাগত মধ্যরাতে অভিযানগুলো চালানো হয়। বিজিবি জানায়, আজ ভোররাত ৪টার দিকে শিয়ালমারা বিওপির একটি বিশেষ টহল দল দাইপুকুরিয়া ইউনিয়নের ইসলামপুর গ্রামে অভিযান চালায়। অভিযানে ২৫ বোতল ফেনসিডিল জব্দ হয়।
এর আগে গতকাল দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সোনামসজিদ বিওপির একটি বিশেষ টহল দল শাহাবাজপুর ইউনিয়নের সোনাপুর গ্রামের একটি আমবাগনে অভিযান চারায়। অভিযানে জব্দ করা হয় ২৫ বোতল মদ।
আজ সকালে চাঁপাইনবাবগঞ্জের ৫৯ মহানন্দা বিজিবি ব্যাটারিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানান, এসব মাদক শিবগঞ্জ থানায় জমা করা হয়েছে।