শিবগঞ্জ সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক : বিজিবির পাহারায় মাঠে কাজ করছেন কৃষকরা
শিবগঞ্জ উপজেলার সীমান্ত এলাকা বিনোদপুর ইউনিয়ন এবং ভারতের সীমান্তবর্তী এলাকার পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। গতকাল দফায় দফায় দুই দেশের সীমান্তবাসীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া আর সংঘর্ষের পর বিকেলে উভয় দেশের বিজিবি ও বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের পর থেকে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে। দুই দেশই শূন্য রেখা থেকে সীমান্তবাসীকে সরিয়ে নিলে পারিস্থিতি স্বাভাবিক হয়ে আসে। আজ সকাল থেকেই পরিস্থিতি স্বাভাবিক দেখা যায়। বিজিবি’র পাহারায় মাঠে কাজ করতে দেখা গেছে কৃষকদের। সেই সাথে বিশ্বনাথপুর বাজারের শেষ মাথায় চেকপোস্ট বসিয়ে বহিরাগত ও উৎসুক জনতার সীমান্তমুখী ঢল বন্ধ করেছে বিজিবি।
এদিকে আজ বিজিবির ৫৯ মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া ও বিনোদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রুহুল আমিন শূন্য রেখায় না যেতে এবং পদদলিত করে ফসল নষ্ট না করতে জনসাধারণকে সচেতন করার লক্ষে বিনোদপুরের বিভিন্ন গ্রামে মতবিনিময় করেছেন।