Site icon রেডিও মহানন্দা ৯৮.৮ এফএম

সিল মাছও গান গাইতে পারে !

ময়না, টিয়া, কাকাতুয়া কথা বলতে পারে। মানুষের গলার স্বর নকল করতে পারে। যা শোনে তাই বলতে পারে। তাই বলে সিল মাছ? সম্প্রতি স্কটিশ ওশিয়ন ইনস্টিটিউটের গবেষণায় এমনই তথ্য উঠে এসেছে। সেখানেই তাঁরা দেখিয়েছেন সিল মাছও মানুষের শব্দপ্রক্ষেপণের কৌশল নকল করতে পারে। সিল মাছের মধ্যে একটি প্রজাতি আছে, নাম জোলা। এরাই সবচেয়ে ভালো মানুষের গলার স্বর নকল করতে পারে। গবেষক স্টানসব্যুরি বলেছেন, হুবহু নয় কিন্তু মানুষের গলার স্বরের কাছাকাছিই তারা নকল করতে পারে। বেশ কিছুদিন প্রশিক্ষণের পর অবশ্য সেই স্বরের অনেক উন্নতি হয়েছে। কিভাবে সিল মাছ আরো বেশি মানুষের সাহচর্যপ্রিয় হয়ে উঠতে পারে তারই চেষ্টা চালাচ্ছেন গবেষকরা। সেই সঙ্গে তাঁরা একটি ভিডিও প্রকাশ্যে এনেছেন। যেখানে দেখা যাচ্ছে একটি সিল মাছ সুর করে টুইংকল টুইংকল লিটল স্টার গাইছে। এর আগে সিল মাছের ওপর মাস্টার ডিগ্রি অর্জন করে হৈচৈ ফেলে দেন অ্যালেক্স মিলান (২৭) নামের এক ব্যক্তি। চিড়িয়াখানায় কাজ করতে করতে সামুদ্রিক প্রাণীর ওপর আকর্ষণ সৃষ্টি হওয়া মিলন সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণীর ওপর পিএইচডি ডিগ্রি অর্জন করতে চান। সূত্র : এই সময়।

Exit mobile version