সিরিয়া অভিযানের সমালোচনা : তুরস্কে আটক ৬’শ

248

সিরিয়ার আফরিনে কুর্দিসেনা দমনে তুরস্কের সামরিক অভিযানের সমালোচনায় করায় প্রায় ৬০০ তুর্কি নাগরিককে গ্রেফতার করেছে দেশটির সরকার। সোমবার সরকার জানায় সামাজিক মাধ্যমে তুর্কি অভিযানের সমালোচনা করায় ৫৭৩ জনকে আটক করা হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয়, অভিযান শুরুর পর থেকে এখন পর্যন্ত ৪৪৯ জনকে সন্ত্রাসী বক্তব্য প্রদানে ও ১২৪ জনকে বিদ্রোহী কর্মকা-ে জড়িত থাকার দায়ে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ২০ জানুয়ারি সিরিয়ার আফরিনে কুর্দি বিরোধী অভিযান শুরু করে তুরস্ক। এর নাম দেওয়া হয় অলিভ ব্রাঞ্চ। দেশটির সরকারি কর্মকর্তা ও বিরোধী দল এক সমর্থন জানায়। আর যারা বিরোধিতা করছিলেন তাদের গ্রেফতার করা হচ্ছে। গত সপ্তাহে তুর্কি মেডিকেল অ্যাসোসিয়েশনের ১১ জন সিনিয়র সদস্যের বিরুদ্ধে আটকের নির্দেশ দেওয়া হয়। এইঅভিযানের শুরুতেই তুরস্ক সতর্ক করে দিয়েছিলো যে, এর বিরুদ্ধে সমালোচনা কোনোভাবে মেনে নেওয়া হবে না। এরদোয়ান সেই চিকিৎসকদের ‘বেইমান’ বলে আখ্যায়িত করে। ডাক্তারদের সমর্থন করায় আরও ১৩ জনকেও আটকের নির্দেশ দেওয়া হয়। তুরস্কের দাবি, নিরাপত্তা নিশ্চিতে তারা এই পদক্ষেপ নিচ্ছে। ২০১৬ সালে ব্যর্থ সামরিক অভ্যূত্থানে জড়িত থাকার অভিযোগে এ পর্যন্ত ৫০ হাজারেরও বেশি মানুষকে আটক করেছে এরদোয়ানের সরকার। ছাঁটাই করা হয়েছে দেড় লাখেরও বেশি সরকারি কর্মকর্তা ও কর্মচারীকে।