সিরিয়ায় হামলা : এমপিদের তীব্র সমালোচনায় ব্রিটিশ প্রধানমন্ত্রী

188

পার্লামেন্টের অনুমোদন ছাড়াই সিরিয়ায় হামলা করায় তীব্র সমালোচনায় পড়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরিজা মে। সিরিয়ায় রাসায়নিক হামলার অভিযোগে যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের সঙ্গে এই বিমান হামলা চালায় যুক্তরাজ্য। লেবার পার্টির এমপি জন উডকক জানান, সিরিয়ায় হামলা চালানো ছিল প্রশ্নবিদ্ধ। এ কারণে প্রধানমন্ত্রী পার্লামেন্টের জন্য অপেক্ষা করেননি। তিনি বলেন, আমাদের মিত্র দেশগুলোর সঙ্গে ওই হামলায় যোগ দিয়েছে যুক্তরাজ্য। তবে, প্রধানমন্ত্রীকে অবশ্যই এ ব্যাপারে ব্যাখ্যা দিতে হবে, কেন তিনি আগে থেকে ভোটাভুটি করে সিদ্ধান্ত নেননি। স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার নিকোলা স্টারজন এ হামলার নিন্দা জানিয়ে বলেছেন, প্রধানমন্ত্রীর ইচ্ছাতেই এ হামলা চালানো হয়েছে। গ্রিন পার্টির নেতা লুকাস ও জনাথান বার্টলে বলেন, মে সংসদীয় গণতন্ত্রকে পদদলিত করেছেন। প্রসঙ্গত, সিরিয়ার দৌমা এলাকায় গত সপ্তাহে রাসায়নিক হামলার পর পশ্চিমা বিশ্বের সঙ্গে উত্তেজনার সৃষ্টি হয়। তখন থেকেই এই হামলার পরিকল্পনা করা হয়। বাশার আল-আসাদের সরকার দৌমায় রাসায়নিক হামলার কথা অস্বীকার করেছে।