সিন্ধু পানি চুক্তি স্থগিতই থাকবে, ভারতের বার্তা
পাকিস্তান সম্পূর্ণভাবে ‘সন্ত্রাস রপ্তানি’ বন্ধ না করা পর্যন্ত সিন্ধু পানি চুক্তি স্থগিত থাকবে— এমনটা জানিয়েছে ভারত সরকার। ভরত সরকারের জলশক্তি মন্ত্রণালয় তাদের মাসিক প্রতিবেদনে মন্ত্রিপরিষদের সচিবকে এই বার্তা দিয়েছে। যদিও এই বিষয়ে ভারতের অবস্থান মন্ত্রণালয় আগে থেকেই জানিয়ে এসেছে। তবে এবার বিষয়টি তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে, কারণ পাকিস্তান সম্প্রতি ভারতকে ১৯৬০ সালের এই চুক্তি পুনর্বিবেচনার অনুরোধ জানিয়েছে। তাদের দাবি, এই চুক্তির মাধ্যমে নিয়ন্ত্রিত পানির ওপর কোটি কোটি মানুষ নির্ভরশীল। গত মঙ্গলবার মন্ত্রিপরিষদ সচিব টি ভি সোমানাথনকে পাঠানো এক রিপোর্টে জলশক্তি মন্ত্রণালয়ের সচিব দেবশ্রী মুখার্জি জানিয়েছেন, “পহেগাঁওয়ে সাধারণ নাগরিকদের ওপর ‘পাকিস্তান-প্রবর্তিত’ সন্ত্রাসী হামলার পরপরই সরকার এই চুক্তিকে ‘স্থগিত’ রাখার সিদ্ধান্ত নেয়”।