সিক্রেট কোড হোয়াটসঅ্যাপে বাড়তি নিরাপত্তা

63

হোয়াটসঅ্যাপ আস্তে আস্তে তাদের নিরাপত্তা বাড়িয়ে চলেছে। এবার হোয়াটসঅ্যাপের চ্যাটের নিরাপত্তার জন্য যুক্ত হয়েছে সিক্রেট কোড। চলতি বছর হোয়াটসঅ্যাপ লকড চ্যাট নামক ফিচার চালু করে। সেই লকড চ্যাটে গোপনীয় চ্যাটগুলো রাখা যেত। এবার তারা লকড চ্যাটে বাড়তি সুরক্ষা হিসেবে সিক্রেট কোড যুক্ত করেছে।  লকড চ্যাট বাড়তি একটি ফোল্ডারের মতো ছিল। এতদিন লকড ফোল্ডারে গেলেই সব লকড চ্যাট দেখা যেত। এখন সিক্রেট কোড থাকায় শুধু যে চ্যাট দেখা প্রয়োজন সেটিই দেখতে পাবেন। সিক্রেট কোডের জন্য আপনাকে পিন বা নাম্বার সেট করতে হবে এমন নয়। বরং বর্ণ, হরফ, আইকন, ইমোজি দিয়েও আপনি সিক্রেট কোড সেট করতে পারবেন। হোয়াটসঅ্যাপ চ্যানেলে মার্ক জাকারবার্গ জানান, ‘আমরা এই ফিচারটি চালু করেছি যেন আপনার সবচেয়ে গোপন চ্যাটটি নিরাপদ থাকে।’৪ হাজার ৮০০ ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ করে দিলো মেটা৪ হাজার ৮০০ ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ করে দিলো মেটা অবশ্য লকড চ্যাট থাকলেই সিক্রেট কোড ব্যবহার করতে হবে এমন নয়। তবে এটি একটি বাড়তি নিরাপত্তা হিসেবে বাড়তি সুবিধা দেবে।