সিক্যুয়েল নিয়ে ফিরলেন জাস্টিন বিবার
নতুন চমক নিয়ে ফিরেছেন কানাডিয়ান পপ তারকা জাস্টিন বিবার। গেল জুলাইয়ে প্রকাশিত ‘সোয়াগ’ অ্যালবামের সিক্যুয়েল হিসেবে এবার এলো ‘সোয়াগ ২’। দ্য গার্ডিয়ান বলেছে, ‘সোয়াগ ২’ অ্যালবামে যুক্ত হয়েছে একসঙ্গে ২৩টি নতুন গান। এর আগে কোনো পূর্ব ঘোষণা ছাড়াই ১১ জুলাই ‘সোয়াগ’ প্রকাশ করেছিলেন বিবার। এর ধারাবাহিকতায় গত সপ্তাহের শেষে লস অ্যাঞ্জেলেসের ওয়েস্ট হলিউড ও বিলবোর্ডে ব্যানার ঝুলতে দেখা যায় ‘সোয়াগ ২’–এর, যা ভক্তদের কৌতূহল আরও বাড়িয়ে দেয়। এরপর ইনস্টাগ্রামে আনুষ্ঠানিকভাবে নতুন অ্যালবামের ঘোষণা দেন বিবার। গত এক মাস ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘সোয়াগ ২’–সংক্রান্ত ছবি শেয়ার করছিলেন তিনি। দুই অ্যালবামের নামকরণ নিয়েও ভক্তদের মধ্যে চলছে আলোচনা। ধারণা করা হচ্ছে, এর অনুপ্রেরণা এসেছে ২০১২ সালে প্রকাশিত বিবারের হিট গান ‘বয়ফ্রেন্ড’ থেকে। ‘সোয়াগ ২’-এর প্রযোজনা ও সুর তৈরিতে যুক্ত হয়েছেন একাধিক নামকরা মিউজিক প্রডিউসার ও লেখক, যারা আরএনবি ঘরানায় নতুনত্ব আনতে পরিচিত। টানা চার বছর পর নতুন দুটি অ্যালবাম প্রকাশে উচ্ছ্বসিত ভক্ত ও সহশিল্পীরা। অনেকে শুভকামনা জানিয়ে বলছেন, ব্যক্তিগত সংকট কাটিয়ে গানে ফেরাটা প্রশংসনীয়। সাম্প্রতিক বছরগুলোতে অসুস্থতা, কনসার্ট স্থগিত আর দাম্পত্য জীবনের টানাপোড়েনের কারণে খবরের শিরোনামে ছিলেন বিবার। অবশেষে ‘সোয়াগ’ এবং ‘সোয়াগ ২’ দিয়ে তিনি আবারো ভক্তদের প্রত্যাশা পূরণ করছেন।